বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবি সিত্তুল মুনা সিদ্দিকার কবিতা -মৃম্ময়

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৫, ২০১৮
news-image

 

মৃম্ময়

সিত্তুল মুনা সিদ্দিকা-

 

ভোরের লালিমার আলো দিয়েছে ধরা,

এরই সাথে ইলশেগুড়ি বৃষ্টির ক্ষীণ,

আভাস পেয়ে মৃম্ময় হই, আজ তাই আপন মনে জপি,

কেমন করে শৈশবের জীবন সাঁকো পেরিয়ে এলাম!

যেখানে ছড়ানো আছে আমার দুরন্ত শৈশব-কৈশোরের

অসংখ্য মধুরস্মৃতির নকশিকাঁথা।

এখন সাথে নেই মায়ের মতো কেউ,

তাই শুধু একা একা সরু সাঁকো পথে এগিয় যাই,

বাবার মতো হাত ধরে আর নেবার জন্য,

পাইনি তো কারো দেখা, সামনে দেখি কেবলই অসীমতা…!

দৃষ্টি রয়েছে প্রান্ত রেখায়, চলতি পথে বহু বিষণ্ণতাকে

করেছি পরাভূত ,মনের জোরে নির্মোহ হয়ে।

আর পড়তে পারেন