বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবি, সংগঠক ও নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলালের ৬৪তম জন্ম বার্ষিকী পালন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০১৭
news-image

নিজস্ব সংবাদদাতা ঃ
শুভেচ্ছা,ভালোবাসা ও সম্মান জানানোর মধ্য দিয়ে কুমিল্লার জনপ্রিয় কবি, সংগঠক ও নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলালের ৬৪তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। ১৪ অক্টোবর সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কবি ফখরুল হুদা হেলালকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে অনলাইন সংবাদ মাধ্যম সিটিভি নিউজ টুয়েন্টি ফোর ডট কম। সিটিভি নিউজের ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট মাসুদ শিকদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে কবি ফখরুল হুদা হেলালকে মাল্যদান করে ও ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। অনুষ্ঠানে সিটিভি নিউজের পক্ষ থেকে কবি হেলালকে ফুলের মালা ও একটি সম্মাননা ক্রেষ্ট উপহার দেন সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস। কবি হেলালের জীবনী পাঠ করে শুনান নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন। এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ,প্রদ্বিপ কুমার পাল বাবলু,নাট্যকার নিজাম উদ্দিন দুলাল,ইতিহাস ঐতিহ্যের গবেষক আবদুল আউয়াল হেনা,সাপ্তাহিক সংবাদপত্র পরিষদের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম দুলাল, একুশে টেলিভিশনের সাংবাদিক হুমায়ূন কবির রণী,ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, আমরা কুমিল্লার সন্তান এর আহবায়ক আবদুল হান্নান,কবি আশিকুর রহমান সবুজ,বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক, মুক্তিযোদ্ধা কবি আবু সাইয়িদ, লেখক সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন,কবিতা পাঠ করেন কবি সফিকুল ইসলাম ঝিনুক,কবি আজিম উল্লাহ হানিফ। বক্তারা বলেন, কবি ফখরুল হুদা হেলাল একজন আধুনিক কবি,যিনি বেশ অনেকগুলো কবিতার বই রচনা করেছেন। তা ছাড়া কুমিল্লার নাট্যাঙ্গনে তার ব্যপক অবদান রয়েছে। এই কবিকে জীবদ্দশায় সম্মান জানানো আমাদের সকলের উচিৎ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কবি ফোরামের সভাপতি ডাঃ আবদুল আউয়াল।

আর পড়তে পারেন