বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: শীতের বাড়ি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০২০
news-image

হাসান কল্লোল:

শীতের বাড়িতে বেড়াতে এসেছো
এত-কম গরম কাপড় সাথে নিয়ে !
আজকাল তো অনেকেই কম্বল বিতরণ উৎসব করেন;

ক্যামেরাম্যান কুয়াশার আইসক্রিম খেতে খেতে বলে: রেডী ওয়ান-টু-থ্রি!
তবে শীতে সবকিছুই ঘোলাঘোলা অসত্য নয়
ময়মনসিংহের এই যেমন
সলিম চাষীর খেতের বাউ সরিষার বীজ,
ধলেশ্বরীর পাশে বালুচরে ফলবতী মাটিতে
শিশু-আলুর সাথে ডিএপির
প্রাচুর্যভরা উচ্ছাস- নরম রোদের প্লেটে শীতরসে স্নানরত পিঠাপুলির হাসি;

এমনকি নিজের ওজনের চেয়ে ভারী
শীতার্ত ব্যাগ পিঠে পথচলা কিশোরীর স্বপ্ন,
বিশ্বাস করো মাঘের চোখ! এরা সব খাঁটি
কৃষকের নিজহাতে তোলা বাঁধাকপির
পাতার মত শুদ্ধ সবুজ !
ভোরের অস্বচ্ছ দিগন্তে কিংবা মাঝরাতের সস্তা কম্বলে

সবটুকু আবৃত হয়েছে ভাবছে যারা
তারা আসলে শীতের মহিমার পুরো-গল্পটি কোনদিন পড়ে দেখে নাই!!

লেখকঃ

হাসানুজ্জামান কল্লোল (হাসান কল্লোল)

অতিঃ সচিব

কৃষি মন্ত্রণালয়

সাবেক জেলা প্রশাসক,কুমিল্লা।

আর পড়তে পারেন