শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: বৃষ্টির বাদ্য

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০২১
news-image

 

মিসবাহ জাভেদ:

বৃষ্টির বাদ্য শোনা হয়না বহুদিন।
সেই যে গ্রাম ছেড়েছি কবে!
টিনের চালার ঘর-
বৃষ্টি হলেই ঝুমুরতালে বাদ্য।

জীবনের হাতছানিতে ইট-পাথরের জঙ্গলে…
কি ঝর, কি তুফান, কি বৃষ্টি;
সব কিছুই একটা শো-শো শব্দ ছাড়া আর কিছু না।
অনেকবার গ্রামে গিয়েছি বর্ষায়
একটু বৃষ্টির বাদ্য শুনব বলে।

যতবার যাই, ততবারই বৃষ্টি আমাকে নিরাশ করে।
হয়তোব গভীর অভিমানে, তাকে ছেড়ে আসার ক্ষোভে।
আজ এখানে বৃষ্টি হচ্ছে মুষলধারে।
আমি যে টিনের চালা দেয়া ঘরটায় বসে আছি
তাতে বৃষ্টি পড়ছে ঝুমঝুমিয়ে।
চেয়ারটা টেনে নিয়ে বারান্দায় বসেছি।

বহুবছর পর শৈশবের সেই স্মৃতি;
উঠোন জুড়ে বৃষ্টির নাচন,
ঘরের চালায় বৃষ্টির বাদ্য।
আহা শৈশব! আহা কৈশোর!
আহা গ্রাম! আহা স্মৃতি!
বুকের গোপণ কুঠুরীতে তোমার বাস,
সুযোগ পেলেই কল্পনায় ছুটে আসো এক লহমায়।।

(০৬-০৫-২০২১)

আর পড়তে পারেন