শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা- বাংলাদেশের স্বাধীনতা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০২০
news-image

সূবর্ণা জাহান বৃষ্টি:

আমি সাতচল্লিশ দেখিনি,
দেখিনি বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর, সত্তর, একাত্তর;
বাবার অস্পষ্ট কণ্ঠে শুনেছি,
বাংলাদেশের স্বাধীনতার সেই শ্বাসরুদ্ধকর কাহিনী।
শুনেছি সাতচল্লিশে ভারতবর্ষ বিভক্ত হয়েছিল।

তারপর থেকে পশ্চিম পাকিস্তানিদের
শাসন, শোষণ, অত্যাচার, নির্যাতন;
শুরু হয় পূর্ব পাকিস্তানের নিরীহ বাঙ্গালীদের উপর।
বাঙ্গালীর মুখের ভাষা কেড়ে নিতে চায়,
পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীরা নির্দ্বিধায়।

কিন্তু তারা তাদের সে চেষ্টায় সফল হয়নি,
কারণ বাংলার জনতা ছিল অদম্য সাহসী।
তাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছিল বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে।
পরবর্তীতে “ছয় দফা” আন্দোলন হয়েছিল ছেষট্টিতে,
পেশ করেছিলেন শেখ মুজিবুর।
তাই বিনা কারণে জেল খেটেছিলেন তিনি।

আর সেজন্যই ঊনসত্তরের গণ অভ্যুত্থান,
সত্তরের নির্বাচন, আওয়ামীলীগের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন।
তবুও সে জয় মেনে নেয়নি সেই বর্বর হায়েনার দল,
গোপনে একাত্তরের পঁচিশে মার্চ রাতে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাঙ্গালীদের উপর।
সেই থেকেই শুরু হয় বাঙ্গালীদের মুক্তির যুদ্ধ।

অবশেষে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে,
বাঙ্গালীরা তাদের প্রিয় স্বাধীনতা লাভ করে।
তখন পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল,
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার নাম “বাংলাদেশ”।
এই পর্যন্ত বলে বাবা থেমে গিয়েছিলেন।

অতঃপর আবার বলেছিলেন স্পষ্ট স্বরে, শুনেছিলাম এই কথাটি,
“আমি সেই যুদ্ধ প্রত্যক্ষ করেছি মা, প্রত্যক্ষ করেছি সেই স্বাধীনতা।”
শোন মেয়ে আমার,”দেশকে সবসময় ভালবাসবে, দেশের জন্য সর্বদা প্রাণ দিতে প্রস্তুত থাকবে।”

লেখিকা- সূবর্ণা জাহান বৃষ্টি
পেশা- শিক্ষার্থী ।

আর পড়তে পারেন