শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: এ-ই শহরে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০২১
news-image

ওমর ফারুক রায়হান:

এ-ই শহরে মেঘলা আকাশ চাঁদের মুখে হাসি
এ-ই শহরে ফেরিওয়ালা বাজায় দুঃখের বাঁশি
এ-ই শহরে প্রেমের হাটে বৃষ্টি করে জয়
এ-ই শহরে আঁধার হলে জমে নানান ভয়।

এ-ই শহরে প্রেমিক মুখে কাজল গলে জলে
এ-ই শহরে একলা হলে হারায় দলে-দলে
এ-ই শহরে অর্থ হলে হাসির ঢেউ খেলে
এ-ই শহরে ভাত না পেলে সবাই ভাবে কেলে।

এ-ই শহরে একটি মুখে হীরার কণা ঝরে
এ-ই শহরে বৃষ্টি এলে সেই মুখেতে পড়ে
এ-ই শহরে রেললাইনে কত গল্প বুনে
এ-ই শহরে পিছু হটলে ভিজবে মাটি খুনে।

এ-ই শহরে ল্যাম্পপোস্টে কত স্বপ্ন খুলে
এ-ই শহরে ভুল আলোতে কত মুখ ঝুলে
এ-ই শহরে পাপ করে কেউ সাধুর বেশে থাকে
এ-ই শহরে ভুল থেকে কেউ নতুন পথে হাঁকে।

এ-ই শহরে বালির কণা চোখ বেঁধে দেয় ঝাঁক
এ-ই শহরে অঢেল লোকে দিগুণ করে হাঁক
এ-ই শহরে নর্দমাতে পলিথিনের বাস
এ-ই শহরে শিক্ষা নিয়ে মুখের লাগাম ফাঁস।

এ-ই শহরে হাঁটতে গেলে দুঃখের দেখা মিলে
এ-ই শহরে মানব সারস কুরসিতে বসে গিলে
এ-ই শহরে বাতাস এলে চুলের বাঁধন খুলে
এ-ই শহরে দুষ্ট চোখে মানব জীবন ভুলে।

০২- অক্টোবর -২০২০➢স্থান-কুমিল্লা(ঠাকুরপাড়া)

আর পড়তে পারেন