বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: আমি তাকে ঘৃণা করি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২০
news-image

মো: নাসির হোসেন:

যে সন্তান পিতাকে পিতা বলতে লজ্জা পায়
আমি তাকে ঘৃণা করি।
যে সন্তান মাতাকে মাতা বলে পরিচয় দিতে পারেনা
আমি তাকে ঘৃণা করি।
যে ভাই তার বোনকে রক্ষা করতে পারেনা,
ভাইকে বুকে টেনে নেয়না
আমি তাকে ঘৃণা করি।
আমি তাকে বেশি ঘৃণা করি।

যে শিক্ষক, বুদ্ধিজীবী,কবি ও কেরানী,
সমাজদার,দালাল ও বিচারক
প্রকাশ্যে এমন সন্তানের বিচার চায়না
আমি তাকে ঘৃণা করি।
আমি তাদের ঘৃণা করি।

যে প্রেমিক তার প্রেমিকাকে ‘ভালোবাসি’
বলতে পারেনা, আমি তাকে ঘৃণা করি।
যে প্রেয়সী একজনকে বুকে রেখে
অন্যজনকে শরীরে নেয়
আমি তাকে ঘৃণা করি।
আমি তাকে চরম ঘৃণা করি।

যে অশিক্ষক শিক্ষকের অভিনয় করে
অল্প জান্তা হয়ে সবজান্তার ভান করে
সম করে না দেখে শিক্ষার্থীদের অসম করে
নৈতিকতা না শিখিয়ে অনৈতিকতা শিখায়
আমি তাকে ঘৃণা করি।
আমি তাদের মারাত্মক ঘৃণা করি।

নিজ ধর্মকে কটাক্ক্য করে
অন্য ধর্মে ন্যাংটো হওয়া ব্যক্তিদের
পুরো পৃথিবীর ঘৃণা দিলাম।

বার্ধক্যে থাকা যে পিতা
তারুণ্যে থাকা সন্তানকে
মোটিভেশান দেয়না
আমি তাকে ঘৃণা করি।
আমি তাকে হৃদয় থেকে ঘৃণা করি।

যে মা তার শিশুকে
ভালো -মন্দ বুঝায়না
নিয়ম-নীতি শেখায়না
আদর্শ জননী হতে পারলোনা
আমি তাকে ঘৃণা করি।
দাগ দিয়ে দিলাম সেই মায়ের আঁচলে।

যে বোন তার ভাইকে ভালোবাসেনা
যে ভাই ভাইয়ের দুঃখ বুঝেনা
আমি তাদেরও ঘৃণা করি।
যে বুদ্ধিজীবী, কবি ও কেরানী,
সমাজদার, দালাল ও বিচারক
দলের দালালী করে, পা চাটে,
গরীবের চাল চুরি করে,
রাতের ভোটে জয়ী হয়।
আমি তাকে ঘৃণা করি।
আমি তাদের সব থেকে বেশি ঘৃণা করি।

তবে ভালোবাসি আমি বাকিদের
এমনকি লাল ফিতা দুলানো
সেই অসহায়ত্বের ঝুলিকেও।

আর পড়তে পারেন