শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা – আজকের সমাজ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০১৯
news-image

মো: সাইদুল হাসান সাকিব ঃ

সমাজেতে আছে মানুষ,
শুধু নেই শিক্ষা,
শিক্ষার ফলেও আজ,
সমাজ পাচ্ছে না দিক্ষা।
চোর-ডাকাতের ভিড়ে মানুষ,
চলছে আজ নগ্নে,
সুদের আড্ডা জমছে আজ,
পাড়াতলীর লগ্নে।

সমাজেতে আছে কিছু,
বিবেকহীন মানুষ,
চুরি-ডাকাতি চরিত্র তাদের,
করেছে অমানুষ।

সুদ-ঘুষ চড়া আজ,
মেল-মিটিংয়ে,
যার ফলে সমাজ আজ,
চলছে অন্যায়-অবিচারে।
দালালেতে ভরে গেছে,
আজকের দেশটা,
গরীব-দু্ঃখী মানুষরা আজ,
ব্যর্থ তাদের চেষ্টায়।

সমাজেতে গাঁজাটি-জুঁয়াটি,
বসায় তাদের আসর,
যার ফলে সমাজ আজ,
ধুকছে না দূসর।

সোনার এই সমাজ যেনো,
হাড়িয়ে যাচ্ছে পাপে,
শত মানুষ অমানুষ হচ্ছে,
অন্যায়-অবিচারের ধাপে।

পারব কি আজ রক্ষা করতে,
অবহেলিত সমাজটা,
সকলের ঐক্যমত  ও
মূলধন হবে চেষ্টা।

-নাম: মো: সাইদুল হাছান
ইন্টার ১ম বর্ষ,কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়।
চকবাজার,আদর্শ সদর,কুমিল্লা

আর পড়তে পারেন