শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কচুরিপানায় ভরপুর ঐতিহাসিক হাতির পুকুর, সংস্কার প্রয়োজন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১১, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের তেলিকোনার সাহাপাড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক হাতির পুকুর । এটি প্রায় ২ শত বছরের পুরনো। এই পুকুরের পাড়ের চারপাশে গরীব ও ঘনবসতি লোক বসবাস করে । এর দুপাশে রিটারিং দেয়াল, ৬ টি ঘাটলা, সিটি কর্পোরেশন এর লাইটিং এবং পাড়ে সৌন্দর্য্যবর্ধক ফুল গাছের সারি। কিন্তু পুকুরটি কচুরিপানায় ভরপুর। রহস্যজনকভাবে পুকুরটি সংস্কার করা হচ্ছে না। ফলে আশেপাশের মানুষ এই পুকুরের পানি নিরাপদে ব্যবহার করতে পারছে না।
বিভিন্ন সূত্রমতে, পুকুরটি কচুরিপানায় ভরে গেলে। তা পরিত্যক্ত, দূষিত দেখিয়ে ভরাট করার অপেক্ষায় রয়েছে ভূমিদস্যুরা।
উল্লেখ্য যে, ১৯৯৬ সনে এই পুকুরটি ভরাট করার সময় এলাকাবাসি এর প্রতিবাদ করে। তখন স্থানীয়রা মিছিল ও জনসভা করে। ফলে বাধ্য হয়ে ভূমিদস্যুরা পুকুর ভরাট বন্ধ রাখে। এখন এটা কচুরিপানায় ভরে গেছে।
স্থানীয়রা জানান, জনস্বার্থে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেন এ পুকুরটি সংস্কার করে দেয়।

আর পড়তে পারেন