শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল দুইদিন বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তার কথা চিন্তা করে ২৩ থেকে ২৪ মার্চ পর্যন্ত দুই দিন এ নৌপথে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে যেতে পারবেন না।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে জাহাজ কর্তৃপক্ষকে।

আগামী ২৪ মার্চ কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল হাসান জানান, নির্বাচনকে ঘিরে নিরপত্তার কথা মাথায় রেখে ২৩ ও ২৪ মার্চ টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ওই দুইদিন জাহাজে করে কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন না।

আর পড়তে পারেন