বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ওনসানের সমুদ্র রিসোর্টে ট্রেনের পর পাওয়া গেল এবার কিমের নৌকা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্ট:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা জল্পনা কল্পনা। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া বলছে, কিম বেঁচে আছেন এবং ভালোই আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলছেন কিম বেঁচে আছেন। কিন্তু বিভিন্ন গণমাধ্যম কিমের মৃত্যুর খবর দিচ্ছে। এসবের মাঝেই কিছুদিন দেখা মেলে কিমের ট্রেনের। স্যাটেলাইট চিত্রে ওনসানের সমুদ্র রিসোর্টে কিমের অবকাশযাপন কেন্দ্রের কাছেই দেখা যায় ট্রেনটিকে, যেটিতে করে তিনি দেশ বিদেশে ঘুরে বেরান। কিমের ট্রেনের পর এবার প্রকাশ্যে এলো তার নৌকাও।

স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, সমুদ্রের উপকূলে কিমের প্রিয় রিসর্টের সামনে ঘোরাফেরা করছে তার প্রিয় নৌকা। যা দেখে অনুমান করা হচ্ছে, উপকূলের ওই রিসর্টেই রয়েছেন তিনি।

একটি বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এই দৃশ্য। ওই অঞ্চলে ওই নৌকাতেই ঘুরে বেড়ান তিনি। তাই এই ছবি থেকেই দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, করোনাভাইরাস থেকে দূরে থাকতেই এভাবে নিজেকে সরিয়ে রেখেছেন কিম জং উন।

আর পড়তে পারেন