শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এ্যাম্বুলেন্সে করে মাদকদ্রব্য পাঁচার: কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে আটক ৩ জন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কুমিল্লার দক্ষিণ দূর্গাপুর এলাকায় এ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে ফেন্সিডিল ও গাঁজা পরিবহনকালে শনিবার (২১ নভেম্বর) সকালে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

এসময় তার কাছ থেকে ২৮১ ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স ও সিএনজিটিও জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ স্বপন মিয়া (২৮)।

অপরদিকে কুমিল্লার বুড়িচংয়ের ছয়গ্রাম থেকে শনিবার (২১ নভেম্বর) বিকালে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

আটককৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লার বুড়িচংয়ের চরনল মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মোঃ আঃ শাহিন (৩৫) ও নোয়াখালীর সদরের উত্তর কালিরচর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ জসিম (৪০)।

এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দয়ের করা হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

আর পড়তে পারেন