শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এশিয়া কাপ খেলবেন না কোহলি?

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। কিন্তু সেখানে ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি খেলবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

১ সেপ্টেম্বর, শনিবার দল ঘোষণার আগ পর্যন্ত সেই সংশয়ে রয়েছেন ভারত দলের নির্বাচকরা।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, চলমান ইংল্যান্ড সিরিজের পর বিশ্রাম দেওয়া হতে পারে কোহলিকে। টানা সিরিজ খেলার কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। যদিও বোর্ড অব ক্রিকেট কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

এশিয়া কাপে বোর্ডের পক্ষ থেকে ভারতের সেরা দল দিতে বলা হয়েছে নির্বাচকদের। কিন্তু মর্যাদার এই টুর্নামেন্টে কোহলি শেষ পর্যন্ত না থাকলে, ভারতের ‘সেরা’ দল হয়ে ওঠা খানিকটা হলেও প্রশ্নের মুখে পড়বে।

বলে রাখা ভালো, শেষ পর্যন্ত সত্যিই যদি বিরাট কোলহিকে এশিয়া কাপে বিশ্রামে দেওয়া হয়; তাহলে অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা।

আর পড়তে পারেন