বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এরদোগান প্রতিশ্রুতি রেখেছেন, তুরস্কে জরুরি অবস্থার অবসান ঘটালেন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৮, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

তুরস্কে সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের নির্বাচনের পূর্বে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে জরুরি অবস্থা তুলে নিবেন। নির্বাচনী জয়ী হওয়ার কয়েকদিন পর জোট শরিক নেতা দওলত বাহজালীর সাথে সাক্ষাতের সময় এরদোগান জরুরি অবস্থা তুলে নিতে সম্মত হন। মেয়াদ না বাড়ার বিষয়ে নতুন চুক্তি হয়েছে। আগামী জুলাই মাসেই তিন মাসের জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে। তুরস্কের সাবাহ পত্রিকা এ খবর জানিয়েছে।

নির্বাচনের আগে এক সাক্ষাতকারে এরদোগান বলেছিলেন, নির্বাচনে জয়ী হলে জরুরি অবস্থা তুলে নেয়া আমাদের সরকারের প্রধান কাজ । এরদোগান বলেন, জরুরি অবস্থা সন্ত্রাসীদের হুমকি থেকে দেশকে নিরাপদ রাখতে সহায়ক।

আর পড়তে পারেন