বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এমপি বাহারের হাতে মহানগর আ’লীগ

আজকের কুমিল্লা ডট কম :
মে ২০, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা মহানগর আ’লীগের দায়িত্ব পেতে যাচ্ছেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। সাধারণ সম্পাদক পদ পাচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আরফানুল হক রিফাত। সাথে সাথে এই কমিটির সিংহভাগ পদই এমপি বাহার সমর্থিত নেতাকর্মীদের পকেটে যাবে বলে জানা যায়। এর ফলে দীর্ঘ ১৭ বছর পর আওয়ামীলীগের সাংগঠনিক পদে সর্বোচ্চ পদ নিয়ে ফিরলেন এমপি বাহার।
আজ আ’লীগের বর্ধিত সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসতে পারে।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীর পরাজয়, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাউয়া তত্ত্ব কুমিল্লা মহানগর আ’লীগের কমিটিতে কোন প্রভাব ফেলতে পারেনি।
কুমিল্লা মহানগর আ’লীগের প্রভাবশালী নেতা এমপি বাহারের রাজনৈতিক কৌশলের কাছে সবই ম্লান হয়ে গেছে। কমিটিতে এমপি বাহারের নেতাকর্মীদের জয়জয়কার হবে বলেই বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
বিভিন্ন সূত্রমতে, মহানগর কমিটিতে সহ সভাপতি পদে কুসিক নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী আনজুম সুলতানা সীমা ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আতিক উল¬াহ খোকন ও শাহীনুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক ও সদর দক্ষিণ উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, দপ্তর সম্পাদক পদে শিব প্রসাদ রায়,সহ দপ্তর সম্পাদক পদে দুলাল, প্রচার সম্পাদক পদে জহিরুল কামাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জমির উদ্দিন জম্পি এবং নির্বাহী সদস্য পদে মোখলেছুর রহমান চৌধুরীর নাম থাকতে পারে। এছাড়া একটি সম্পাদকীয় পদে কবিরুল ইসলাম সিকদারের নাম আছে বলে জানা গেছে।
তবে এ মহানগর কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খান এডভোকেট, জেলা আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সিকদার, জেলা আ’লীগের সাবেক সদস্য মাসুদ পারভেজ খান ইমরান ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিমের নাম নেই বলে জানা গেছে। তবে আজ কমিটি ঘোষণা হলেই হয়তো সব কিছু দৃশ্যমান হবে।

আর পড়তে পারেন