শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবারের ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জিং,এটা সফল হতে হবে-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবারের ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জিং । এটা সফলভাবে অতিক্রম করতে হবে । সড়ক ও জনপদের সব কর্মকর্তাকে ২৪ ঘন্টা সড়কে থাকতে হবে। আমিও আছি। আমি খোঁজ নিবো। কোন ফাঁিকবাজি চলবে না। এ পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে।
শনিবার (২৬ আগষ্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার হাইওয়ে ইন রেস্টুরেন্টে চট্টগ্রাম বিভাগের সড়ক ও জনপদের সকল নির্বাহী প্রকৌশলীদের সাথে মত বিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপদের কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, বৃষ্টি হবে। বৃষ্টির জন্য অজুহাত দেখানো যাবে না। সড়কে পানি জমতে দেওয়া যাবে না। পানি জমলে রাস্তা নষ্ট হয়ে যাবে। সড়কে পানি জমলে অপসারনের ব্যবস্থা করতে হবে। যেখানে খানা খন্দক আছে দ্রুত মেরামতের ব্যবস্থা করেন। আপনারা কাজে অবহেলা করবেন না। আমার মুখ ছোট করবেন না। ঈদে ঘরমুখো মানুষ যাতে হয়রানির শিকার না হয়।
এ সময় চট্টগ্রামের সকল জেলার সড়ক ও জনপদের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সড়কের খবর নেন মন্ত্রী ওবায়দুল কাদের।

মত বিনিময় সভায় কুমিল্লা জেলা ও হাইওয়ে পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন