শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এনবিআর-এর অনুমোদন পেলো‌ “মাল্টিব্র্যান্ড ইনফোটেক”

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘ভ্যাট (মূল্য সংযোজিত কর) ম্যানেজমেন্ট সফটওয়্যার’ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দিয়েছে ‘মাল্টিব্র্যান্ড ইনফোটেক’কে। এখন থেকে ‘মাল্টিব্র্যান্ড ইনফোটেক’ এর ‘কুইক ভ্যাট’ সফটওয়্যারটি ব্যবসায়ীদের হিসাব এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণে সাহায্য করবে।

সফটওয়্যারটি ব্যবহার করে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যাদের বাৎসরিক লেনদেন ৫ কোটি টাকার অধিক, নিজেদের সাথে এনবিআরকে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করবে।

উল্লেখ্য, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে এনবিআর গত বছরের জুনে সফটওয়্যারের ধরন এবং নির্মাতা প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পর্কে আদেশ এবং দিক-নির্দেশনা প্রদান করে। এরই অংশ হিসাবে এখন পর্যন্ত ‘মাল্টিব্র্যান্ড ইনফোটেক’সহ ২৪টি আইটি ফার্মের ভ্যাট ম্যানেজম্যান্ট সফটওয়ারের অনুমোদন দেয় এনবিবিআর। সম্প্রতি এনবিআর-এর ওয়েবসাইটে (http://nbr.gov.bd/nbr-enlisted/eng) তালিকাভুক্তির বিষয়টি প্রকাশ করা হয়।

‘মাল্টিব্র্যান্ড ইনফোটেক’ এর ‘কুইক ভ্যাট’ সফটওয়্যার ডেমোর জন্য কল করুন ০১৭০১২২৪৬৮১-৮৩ নাম্বারে।

আর পড়তে পারেন