শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এক প্রশ্নপত্র তৈরির নাম করে ৪০০ কোটি টাকা মেরে দিলেন আপনারা ?

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২১, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে, পরীক্ষা না দিয়েই সবাই পাস। আজ থেকে দশ বারো বছর পর, মানুষ যখন করোনার কথা ভুলে যাবে, বিস্মিত হয়ে ভাববে- ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় কীভাবে কেউই ফেল করলো না ?

পরীক্ষা তো হলো না, তাহলে পরীক্ষার জন্য যে ফি অভিভাবকরা দিয়েছেন, সেটা কি তাদের ফেরত দেওয়া উচিত নয়? সেদিন দেখলাম ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ওই টাকা দিয়ে নাকি প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি তৈরি করা হয়েছে, তাই সেই টাকা আর ফেরত দেওয়া সম্ভব নয়!

যুক্তিটা কি গ্রহণযোগ্য হলো? খরচ কি কেবল প্রশ্নপত্র তৈরিতেই হয়? কেন্দ্র, পরিদর্শক, উত্তরপত্র মূল্যায়ন, রেজাল্ট প্রকাশ, যতোদূর জানি বড় ব্যয় হয় এসব খাতে। সেগুলো তো কিছুই হয়নি। এক প্রশ্নপত্র তৈরির নাম করে সাধারণ মানুষের প্রায় ৪০০ কোটি টাকা এভাবে মেরে দিলেন আপনারা? ফেসবুক থেকে

আর পড়তে পারেন