বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশে ফেব্রুয়ারি রাতে কুমিল্লার বরুড়ায় ডাকাতির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২১
news-image

 

স্টাফ রির্পোটারঃ

কুমিল্লা বরুড়ায় একুশে ফেব্রুয়ারি গভীর রাতে এমরানের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক রাত আড়াইটার দিকে বাতাইছড়ি চিকুটি পাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বাতাইছড়ি পুরান বাজার সংলগ্ন চিকুটিপাড়া গ্রামের বাসিন্দা মৃত-মুনছুর আলীর ছেলে এমরান একুশে ফেব্রুয়ারির সরকারি ছুটিতে একদিন পূর্বে বাড়িতে আসেন।

রাতে পরিবারের লোকজনকে নিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ৭/৮ জন লোক বাড়িতে প্রবেশ করে প্রথমে বাহিরের এনার্জি বাল্ব ভেঙ্গে ফেলে। পরে এমরানের ঘরের ভেতরে প্রবেশ করে তার ঘাড়ে রাম দা ধরে নগদ অর্থ, স্বর্ণলংকার, তিনটি মুঠোফোন নিয়ে গেছে। এ সময় এমরানের স্ত্রীর মোমেনা আক্তার নাছিমার হাতের একটি আংগুল কেটে যায়। তাদের শুর চিৎকারে স্থানীয় লোকজন বের হলে ডাকাতরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি ছুড়ি ফেলে যায়।

এ ব্যাপারে ভিক্টিম এমরান জানান, আমি সরকারি ছুটিতে বাড়িতে আসছি। একুশে ফেব্রুয়ারি রাতেই আমার বাড়ীতে সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে প্রায় দুই লাখ টাকা, স্বর্ণলংকার ও ৩টি মুঠোফোন নিয়ে যায়। এবং স্ত্রীকে মারধর করে।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ডাকাতির বিষয়ে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আর পড়তে পারেন