বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একসাথে ৩ ছবিতে মান্না-শাকিব !

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৭, ২০১৬

sakib_mannaবিনোদন ডেস্ক: মান্নাবিহীন কেমন কেটেছে ঢালিউডের আট বছর? ভারসাম্যহীন এক চলচ্চিত্র শিল্পে বিকল্প মান্নার খোঁজে পার হয়েছে এই আট বছর। শীর্ষ নায়ক হয়ে দাপটের সাথেই নিজের অবস্থানে অনড় শাকিব খান। কিন্ত শাকিবের পাশে দাঁড়াবার মতো নায়ককে হন্যে হয়ে সন্ধান করছে ইন্ডাষ্ট্রি। আর প্রায়ই মান্না-শাকিবের তুলনামূলক আলোচনায় কাটছে সিনেমাওয়ালাদের সময়।

কেউ কেউ বলেন, মান্নার মৃত্যুতে প্রশস্ত হয়েছিল শাকিব খানের ক্যারিয়ার। কেউ কেউ বলেন, মান্নার জীবদ্দশায়ই নিজের অবস্থান তৈরি করেছিলেন শাকিব খান। গেল দশকের পুরোটা সময় প্রতিদ্বন্ধিতায় কেটেছে দুই জনপ্রিয় তারকার ক্যারিয়ার। ব্যস্ততায় কেউ কারো চেয়ে পিছিয়ে ছিলেন না। শেষেরদিকে পারিশ্রমিকে মান্নাকে টপকে গিয়েছিলেন শাকিব।
চরম প্রতিযোগিতার সময়ও ইন্ডাষ্ট্রির প্রয়োজনে মান্না-শাকিব একই ছবিতে অভিনয় করেন। তারা প্রথম একসাথে অভিনয় করেন ২০০১ সালে মনোয়ার হোসেন ডিপজল পরিচালিত ‘গণদুশমন’ ছবিতে। এতে মান্না ও শাকিবের নায়িকা ছিলেন পপি ও মুনমুন।

এরপর ২০০৫ সালে এম এ রহিমের ‘সিটি টেরর’ ছবিতে একসাথে কাজ করেন মান্না ও শাকিব। এতে তাদের সহশিল্পী ছিলেন পপি। দুই তারকা নায়ক সর্বশেষ একসাথে অভিনয় করেন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত দীলিপ বিশ্বাসের ‘মায়ের মর্যাদা’ ছবিতে। এতে মান্নার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। শাকিবের বিপরীতে অভিনয় করেন শাবনূর।

মান্না-শাকিবের তিনটি ছবির কোনোটিই বাম্পারহিট ব্যবসা করেনি। দুই প্রতিযোগী নায়ককে একফ্রেমে হয়তো নিতে পারেননি তাদের ভক্তরা। কিংবা ছবিগুলোরও সুপারহিট হওয়ার ক্ষমতা ছিল না। আবার সেই সময় বিরাজমান অশ্লীলতাকেও কেউ কেউ অনায়াসে দায়ী করতে পারেন।

কিছুদিন আগে তরুণ চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস আক্ষেপ করেন, এখনকার চিত্রতারকাদের একে অন্যের বিপরীতে কাজ না করার অপশোদারি মানসিকতা নিয়ে। ‘মায়ের মর্যাদা’র মতো ছবির অভাব শুধু দীলিপ বিশ্বাস তনয় দেবাশীষই অনুভব করেন না, একই অনুভূতি অনেক নির্মাতারই। মান্নার মতো উদার পেশাদারি মানসিকতার অভার রয়েছে আজকের প্রজন্মের নায়কদের মধ্যে। যার জন্য তারা প্রায়ই সমালোচিত হোন।

সূএ:ঢালিউড২৪

আর পড়তে পারেন