শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একটু পরেই মাঠে নামছে স্মিথের কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্কঃ
দুপুর সাড়ে বারোটায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। আর সন্ধ্যা ৫টা বিশ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

রাইডার্স জার্সিতে এই ম্যাচে খেলবেন ক্রিস গেইল। তা নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।

কুমিল্লা-রংপুর গত বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। বৃষ্টিতে পরিত্যক্ত হতে যাচ্ছিলো। নিয়ম কার্যকর থাকলে পয়েন্টে এগিয়ে থাকা ভিক্টোরিয়ান্সেরই ফাইনালে যাবার কথা।

তবে কুমিল্লার আপত্তি সত্ত্বেও বাইলজে পরিবর্তন এনে পরদিন রিজার্ভ ডে’তে ম্যাচ নিয়ে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ওই ম্যাচ এবং ফাইনাল জিতে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় রাইডার্স।

সেই রাতের তিক্ত অভিজ্ঞতার সাক্ষী মেহেদি এবারো আছেন কুমিল্লায়। তবে রংপুরকে পেয়ে বিশেষ কোন প্রতিজ্ঞা নেই তাঁদের। কাগজে কলমে হেভিওয়েট কুমিল্লার এবার কম্বিনেশন নিয়ে দুর্ভাবনার নেই। ঠান্ডা মাথার অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথ নিজের প্রথম পরীক্ষায় ভালোভাবেই উতরেছেন।
অস্ট্রেলিয়ান স্মিথের নেতৃত্ব এরই মধ্যে দারুন উপভোগ করছেন সতীর্থরা। চ্যাম্পিয়ন রাইডার্স চড়াই উতরাই দুটোই দেখেছে প্রথম দুই ম্যাচে। ঢাকায় থেকেও ডাগ আউটে থেকেছেন ক্রিস গেইল।

তবে ক্যারিবীয় বোর্ডের অনাপত্তিপত্র চলে আসায় নামছেন ক্যারিবীয়ান হারিকেন। রংপুর-কুমিল্লা ম্যাচটা এক অর্থে স্মিথ-গেইল দ্বৈরথ।

দিনের প্রথম ম্যাচে উড়তে থাকা ঢাকার প্রতিপক্ষ খুলনা। এবারের আসরের সর্বোচ্চ স্কোর ডায়নামাইটস এর ১৮৯।
দলের ক্যারিবীয়ান টি টোয়েন্টি তারকাদের ছাপিয়ে আলো কেড়ে নেয়া হযরতুল্লাহ জাজাই এর উপর এবারো প্রত্যাশা বেশি ঢাকার। রুবেলসহ বোলাররাও আছেন ভালো ছন্দে। এই ধারাবাহিকতা ধরেই এগুনোর লক্ষ্য শুভাগত হোমের।

প্রতিপক্ষ খুলনা, ঢাকার সঙ্গে গত আসরের দুই ম্যাচেই হেরেছিলো। এবারো ফেভারিট ডায়নামাইটস-ই। দুই ওপেনার ভালো শুরু পেলেও ব্যাটিং-য়ে সংবদ্ধতার অভাব আগের ম্যাচে স্পট হয়েছে টাইটানসের।

আর পড়তে পারেন