শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

একটি নদী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০১৯
news-image

শরীফ সাথীঃ

একটি নদী পার হয়েছি
বাবার সাথে ছোট্ট বেলায় অনায়াসে,
নৌকা বেয়ে নদীর তীরে
পৌঁছে দেখি ঘাসে শিশির কণা হাসে।

মাঝি জেলে রাখাল বালক
পানকৌড়ি হাঁস, বক দলেদের ছড়াছড়ি,
জোয়ার ভাটা স্রোতের ঢেউয়ে
দাঁড় টেনে যাই, নেই অত সব কড়াকড়ি।

সেই নদীটিই আজকে আমি
যখন তখন ইচ্ছে মতোন আড়ি করে,
লোহা সিমেন্ট ইট পাথরের
ব্রীজটি যেন পেরিয়ে যাই গাড়ি চড়ে।

শূন্য বুকের নদীর এখন
আগের মতোন শাপলা দোলা জল দেখিনা,
কলসি কাকে গাঁয়ের বধূ
সাঁতার কাটা শিশু কিশোর দল দেখিনা।

শরীফ সাথী
সম্পাদকঃ শীর্ষ সাহিত্য পত্রিকা
গীতিকার বাংলাদেশ বেতার
বসবাসঃ সাহিত্য সদন (৩য় তলা)
কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা—৭২২১॥

আর পড়তে পারেন