বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঋণের বোঝা সইতে না পেরে ব্রাহ্মণপাড়ায় দুই সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০১৭
news-image

মোঃ সাইফুল ইসলাম ভূইয়া ঃ

বিভিন্ন সমিতি ও আত্মীয়স্বজনের কাছ থেকে চড়া সুধে ঋণ নিয়ে স্বামীকে বিদেশ পাঠিয়েছিল দুই সন্তানের জননী এক গৃহবধূ। ভিসার মেয়াদ না থাকায় স্বামীকে বাহরাইন পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। যে দালালের মাধ্যমে সে বিদেশ গিয়েছিল তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগে ক্ষোভে ঐ গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামে। সরেজমিন এলাকা ঘুরে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী মধ্যপাড়া গ্রামের আবু জামাল ভূইয়া (খিলু)‘র ছেলে বাহরাইন প্রবাসী মাসুমের মাধ্যমে ৪ লক্ষ টাকা দিয়ে গত ৯ মাস পূর্বে বাহরাইন গিয়েছিল পাশের বাড়ীর ফুল মিয়ার ছেলে মোরশেদ আলম। বিদেশ যাবার পূর্বে মোরশেদ আলম ও তার স্ত্রী মনোয়ারা বেগম (২৮) বিভিন্ন সমিতি ও আত্মীয় স্বজনের কাছ থেকে চড়া সুধে ৪ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। মোরশেদ আলমের পিতা ফুল মিয়া এ প্রতিনিধিকে বলেন, বিদেশ যাবার ৪ লক্ষ টাকা খিলু মিয়াকে যখন দেয়া হয়েছিল তখন তার ছেলে মাসুম বাহরাইন ছিল কিন্তু তার সাথে ফোনে কথা হয়েছিল। তাদের সাথে কথা হয়েছিল ২ বছর বাহরাইনে কোন সমস্যা হলে মাসুদ তা দেখবে এবং বাহরাইনে কাজ করতে কোন অসুবিধা হবে না। কিন্তু ভিসার মেয়াদ না থাকায় মোরশেদ কিছু দিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে কাজ করলেও গত ১০ দিন পূর্বে সে পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে মানবেতর জীবন-যাপন শুরু করছে। বিষয়টি জানতে পেরে মোরশেদের বাবা ও তার স্ত্রী মনোয়ারা পাশের বাড়ীর খিলু মিয়ার সাথে যোগাযোগ করে। এব্যপারে খিলু মিয়া ও তার ছেলে মাসুদ মোটেও কোন গুরুত্ব না দিলে এবং ঋণের বোঝা ক্রমান্বয়ে বাড়তে থাকলে দুই কন্যা সন্তানের জননী মনোয়ারা সংসারের অভাব অনটনের রোষানলে পড়ে দিশেহারা হয়ে যায়। শুধুমাত্র ভিটে বাড়িটি ছাড়া তাদের আর কোন সম্পদ ছিল না। গত বুধবার বাদ আছর মনোয়ারা খিলু মিয়ার বাড়ীতে গেলে সেখানে তার সাথে খারাপ ব্যবহার করা হয়। এসময় উভয়ের মধ্যে তর্ক-বির্তক হয়। নিজ বাড়ীতে ফিরে এসে মনোয়ারা আবারও সন্ধ্যার পূর্বে খিলু মিয়ার বাড়ীতে যায়। আবারও তর্ক-বিতর্কের এক পর্যায়ে মনোয়ারা বিষ পান করে মাটিতে পরে কাতরাতে থাকে। এসময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চান্দলা পল্লী চিকিৎসকের কাছে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সারে ৯ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ জামতলী তার গ্রামের বাড়ীতে এনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের শ্বশুর ফুল মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল। গতকাল খিলু মিয়ার বাড়িতে এ প্রতিনিধি সাক্ষাৎ নিতে গেলে বাড়িটি শুণ্য পাওয়া পাওয়া যায়। এসময় খিলু মিয়াসহ বাড়ির কোন লোকজনকে খুজে পাওয়া যায়নি।

আর পড়তে পারেন