শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উৎসবমূখর পরিবেশে দাউদকান্দিতে বই বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব।

বুধবার সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান।

বরকোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব উপজেলার শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়, পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর হাই স্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, নতুন বছরের শুরুতে দাউকান্দি উপজেলার ১৫৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২২৬টি কিন্ডার গার্ডেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে উৎসবের মাধ্যমে নতুন বই তুলে দেয়া হয়েছে।

আর পড়তে পারেন