শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

উরুগুয়ের সঙ্গে ড্র’তে শঙ্কাতেই আর্জেন্টিনা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৭
news-image
স্পোর্টস ডেস্কঃ
রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ সালের বিশ্বকাপের মূল পর্বে উঠা নিয়ে শঙ্কা থেকেই গেল লিওনেল মেসির আর্জেন্টিনার। মন্টেভিডেওর সেন্তেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া এই ম্যাচে কোনো দলই গোলের তেমন সুযোগ করতে পারেনি। তাই ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র’তে।
ড্র’ সত্ত্বেও ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। এক পয়েন্ট কম নিয়ে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।
সেদিক থেকে সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে আর্জেন্টিনার শঙ্কা থেকেই যাচ্ছে। যদিও এখনো বাছাইপর্বের তিন রাউন্ড বাকি থাকায় শেষ বেলায় উল্টে যেতে পারে হিসেব-নিকেশ। এদিকে তলানির দল ভেনেজুয়েলার মাঠে হোঁচট খেয়েছে কলম্বিয়া। গোলশূন্য ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অবশ্য অক্ষুণ্ন রয়েছে কলম্বিয়ার।

আর পড়তে পারেন