বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নয়নশীল দেশে বাংলাদেশের উন্নীত হওয়া উপলক্ষে ব্যারিষ্টার নাইমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের যোগ্যতা অর্জন উপলক্ষে ব্যারিষ্টার নাঈম হাসানের উদ্যোগে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে আলোচনা সভা, আনন্দ র‌্যালি ও খেলাধুলার আয়োজন।

শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজারহাট খেলার মাঠে আয়োজিত ক্রিকেট খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান বলেন, বাংলাদেশের এ সাফল্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে স্মরণ করছি। ধন্যবাদ জানাই মাদার অব হিউম্যানিটি  দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশের এ সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালা্হউদ্দিন রিপন, আইন বিষয়ক সম্পাদক এড. মেহেদী হাসান বাবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার ও দুর্যোগ-ত্রাণ বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, তিতাস উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শাহ আলম শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন এবং কৃষকলীগের সহ-সভাপতি রাজা মিয়া প্রমুখ।

এর আগে দুপুরে একই উলপক্ষে মেঘনা উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলার লুটের চর এলাকায় শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন ব্যারিষ্টার নাঈম হাসান । এ সময় উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন