শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নত শিক্ষার পাশাপাশি ভালো মনের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে -তাহ্সীন বাহার সূচনা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৭, ২০১৯
news-image

আশিকুর রহমান আশিকঃ
জাগ্রত মানবিকতা এর সাধারণ সম্পাদক তাহ্সীন বাহার সূচনা বলেন, ভালো শিক্ষার পাশাপাশি আমাদের ভালো মানুষ হিসেবে তৈরী হতে হবে। সকলকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজের বিবেক সবসময় জাগ্রত রাখতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তৈরি হবে।

বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষে সরকারের গৃহীত উদ্যোগ সমূহের উদ্বোধন ও আভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথাগুলি বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ দেলোয়ার হোসেন মজুমদার, উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুন মন্সি। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার, মক্তিযোদ্ধ কর্নারসহ ১ টি উদ্যোগের উদ্বোধন করেন।

আর পড়তে পারেন