শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরা মোটর্স বাজাজ পালসার এনএস ১৬০ মোটরসাইকেল প্রদান করল র‌্যাফেল বিজয়ীকে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
উত্তরা মোটর্স বিভিন্ন সময়ে বাজাজ মোটরসাইকেল নিয়ে প্রমোশনাল ক্যাম্পেইন করে থাকে, তারই ধারাবাহিকতায় গত ১ মার্চ থেকে ৪ মার্চ’১৯ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ইন্দো-বাংলা অটোমোটিভ শো’১৯ তে উত্তরা মোটর্স এর বাজাজ প্যাভিলিয়নে র‌্যাফেল ড্র এর মাধ্যমে একটি পালসার এনএস ১৬০ বিজয়ী হয়েছেন ঢাকার মিরপুরের মোহাম্মদ কামরুল হাসান। গত মঙ্গলবার উত্তরা মোটর্স এর কর্পোরেট অফিসে বিজয়ীকে পালসার এনএস ১৬০ প্রদান করলেন উত্তরা মোটর্স এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান,নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন ও পরিচালক অর্থ ও হিসাব হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তাগণ।

বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, সর্বাধিক বিক্রিত এবং নাম্বার ১ মোটরসাইকেল বাজাজ। বর্তমানে বাজাজ মোটরসাইকেল এর মার্কেট শেয়ার ৫০%। বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স দীর্ঘ ৪ দশক ধরে সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও ২৫৫টির অধিক থ্রী এসডিলার এর মাধ্যমে বাজারজাতকরণ এবং অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক্স এর মাধ্যমে থানা/ গ্রাম-গঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে।

আর পড়তে পারেন