শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদে কফিনে করে দেশে আসছে কুমিল্লার নাছিরের মরদেহ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ঈদের কেনাকাটা সব শেষ, বেশ কিছুদিন পর আবারো মায়ের বুকে ফেরার সব আয়োজন শেষ করে ফ্লাইটের জন্য অপেক্ষা। কিন্তু নিয়তি তাকে দেশে তো আনবে ঠিকই, তবে তা বিমানের সিটে বসিয়ে নয়, আনবে শুয়ে থাকা কোন কাঠের কফিনের ভেতর করে ।

সৌদি আরব প্রবাসী বাথা নগরীর ব্যাবসায়ী জান্নাত ট্রাভেলস এর মালিক কুমিল্লার বরুড়া উপজেলার প্রবাসী জাকির হোসেনের ছোট ভাই নাছির হোসেন (৩৩) শুক্রবার বেলা (সৌদি সময়) সাড়ে ১১টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সকালে সৌদিতে নিজের পরিচালিত দোকান জান্নাত ট্রাভেলসে হঠাৎ হৃদ ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুমিল্লার এই রেমিট্যান্স যোদ্ধা। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

আজ শনিবারের একটি ফ্লাইটে দেশে আসার কথা ছিলো নাছিরের । বন্ধুদের অনেককে বলেও রেখেছিলো “দেশে আসতেছি দোস্ত, তোদের সাথে ঈদ করবো” কিন্তু কে জানতো নাছিরের আসা হবে ঠিকই। তবে নাসির আর কথা বলবে না কারো সাথে, খুনসুটি করবে না বন্ধুদের সাথে। নিথর দেহে কফিনে কেবল প্রাণহীন দেহটা আসবে।

আর পড়তে পারেন