শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ই-ট্রাফিক প্রসিকিউশন ।। কুমিল্লায় ডিসেম্বর মাসে মামলা ৯৩০টি, জরিমানা ৬ লক্ষ ৪৫ হাজার টাকা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২, ২০১৮
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা জেলাজুড়ে ট্রাফিক ব্যবস্থায় ই-ট্রাফিক প্রসিকিউশন এ সফলতা এসেছে। POS Machine (Point of  Sale ) ডিভাইস এর এর মাধ্যমে বিগত বছরের ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলাজুড়ে ৯৩০ টি মামলায় জরিমানা আদায় হয়েছে ৬ লক্ষ ৪৫ হাজার ২৫০ টাকা।

সূত্রমতে, ট্রাফিক বিভাগ ৪৪৯টি মামলায় জরিমানা করেছে ৩ লক্ষ ৮২ হাজার ৮ শত টাকা, বুড়িচং থানা পুলিশ ৪ টি মামলায় জরিমানা করেছে ১ হাজার টাকা, লাকসাম থানা পুলিশ ১০ টি মামলায় জরিমানা করেছে ৯ হাজার ৭ শত টাকা, দাউদকান্দি থানা পুলিশ ৫১ টি মামলায় জরিমানা করেছে ২৩ হাজার ৪ শত টাকা, কোতয়ালী থানা পুলিশ ৯৩ টি মামলায় জরিমানা করেছে ৫২ হাজার ৫৫০ টাকা, চৌদ্দগ্রাম থানা পুলিশ ২৭ টি মামলায় জরিমানা করেছে ১০ হাজার ২ শত টাকা, সদর দক্ষিণ থানা পুলিশ ২৫টি মামলায় জরিমানা করেছে ১৫ হাজার ২৫০ টাকা, বরুড়া থানা পুলিশ ৭৭ টি মামলায় জরিমানা করেছে ৩৯ হাজার ২৫০ টাকা, বাঙ্গরা বাজার থানা পুলিশ ২৫ টি মামলায় জরিমানা করেছে ২৪ হাজার ৭ শত টাকা, তিতাস থানা পুলিশ ৪৪ টি মামলায় জরিমানা করেছে ১৯ হাজার ২ শত টাকা, চান্দিনা থানা পুলিশ ৩১ টি মামলায় জরিমানা করেছে ১৭ হাজার ৬৫০ টাকা, দেবিদ্বার থানা পুলিশ ২২ টি মামলায় জরিমানা করেছে ১০ হাজার ৩৫০ টাকা, মুরাদনগর থানা পুলিশ ৮ টি মামলায় জরিমানা করেছে ৪ হাজার ৪ শত টাকা, হোমনা থানা পুলিশ ২৫ টি মামলায় জরিমানা করেছে ১৪ হাজার ২ শত টাকা, বি-পাড়া থানা পুলিশ ১৬ টি মামলায় জরিমানা করেছে ৬ হাজার ৯ শত টাকা, মেঘনা থানা পুলিশ ১৪ টি মামলায় জরিমানা করেছে ১০ হাজার ৯ শত টাকা, নাঙ্গলকোটে ই-ট্রাফিক প্রসিকিউশনে কোন মামলা নেই। মনোহরগঞ্জ থানা পুলিশ ৯ টি মামলায় জরিমানা করেছে ২ হাজার ৮ শত টাকা।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল-মামুন জানান, POS Machine-এ জরিমানা আদায়ের ডিজিটাল সিস্টেমের ফলে আইন প্রয়োগ সহজতর হবে, মানুষের সময় ও শ্রমঘন্টা বাঁচবে, যানজট কমবে; অত:পর জনগণ স্বাভাবিকভাবে সড়কে নিরাপদে চলাফেরা করতে পারবে।

আর পড়তে পারেন