বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইয়াহু ১৬০০ কর্মী ছাঁটাই করবে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৬

yahoo-newsshomoyইয়াহু তাদের কয়েকটি ব্যবসায় ইউনিট বন্ধ করার পরিকল্পনা করছে।
মার্কিন প্রযুক্তি খাতের বহুজাতিক কোম্পানি ইয়াহু কর্তৃপক্ষ ব্যয় সংকোচনের জন্য কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। পাশাপাশি করপোরেশনটির কয়েকটি ইউনিট বন্ধ করাও হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়র তাদের কয়েকটি ব্যবসায় ইউনিট বন্ধ করার পরিকল্পনা করছেন। একই সঙ্গে ১৫ শতাংশ বা এক হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, এখনই এ ঘোষণা আসবে না। আজ মঙ্গলবার ইয়াহুর চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এটিই বলে দেবে প্রতিষ্ঠানটির কর্মীদের ভাগ্যে কী আছে।

তবে কোন কোন ব্যবসায় ইউনিট বন্ধ করা হবে, তা জানা যায়নি।

ইয়াহুর এক মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, আর্থিক প্রতিবেদন প্রকাশের আগে কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে ইয়াহু কর্তৃপক্ষ মুখ খুলবে না।

গত বছরের জুনের তথ্য অনুযায়ী, ইয়াহুর ১১ হাজার কর্মী রয়েছে। এটি ২০১৪ সালের ডিসেম্বরের সংখ্যার চেয়ে কম। ওই সময় কর্মী ছিল সাড়ে ১২ হাজার।

আর পড়তে পারেন