শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরানে মদপানে ২৭ জনের মৃত্যু, অসুস্থ ৩০০

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ইরানের চার প্রদেশে অবৈধ মদপানের পর অন্তত ২৭ ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় জরুরী সেবা সংস্থা একথা জানিয়েছে।

সংস্থার মুখপাত্র মোজতবা খালেদিকে উদ্ধৃত করে আধা-রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরে ইরানজুড়ে দূষিত মদপানের পর অন্তত ৩০২জন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালেদি বলেন, মদপানের পর হরমোজগান, নর্থ খোরাসান, আলবোরাজ ও কহগিলুয়েহ এবং বয়ের আহমাদ প্রদেশের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো হাসপাতালে ভর্তি রয়েছে ১৭৬ জন ব্যক্তি।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইসলামিক রেভুলিউশনের পর থেকে ইরানে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। কেউ মদপান করলে শাস্তি হিসেবে তাকে দোররা মারাসহ নগদ অর্থ জরিমানা করা হতে পারে।

তবে নিষিদ্ধ থাকলেও অনেক ইরানি কালো বাজারে পাওয়া যায় এমন বিদেশী ও দেশী মদ পান করে থাকে।

আর পড়তে পারেন