শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইভিএমে আওয়ামী লীগের ‘হ্যাঁ’ বিএনপির ‘না’

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৮, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্ট :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের সুপারিশ করেছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অপরদিকে ভোটগ্রহণের এই পদ্ধতির বিপক্ষে নানা সমালোচনা করছে বিএনপি।

বুধাবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সাথে সংলাপে এমন সুপারিশ করেছে দলটির প্রতিনিধিরা।

প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদার সভাপতিত্বে সংলাপে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি অংশ নেয়। এ সময় দলটি লিখিতভাবে ১১ দফার একটি সুপারিশ তুলে সিইসি’র সামনে তুলে ধরে।

নির্বাচনের পূর্বে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণসহ সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা বাহিনীর মতো মোতায়েন চায় না বলে জানিয়েছে আওয়ামী লীগ।

অপরদিকে গত ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংলাপে বসে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণকে বিতর্কিত উল্লেখ করে এই পদ্ধতিতে ভোট গ্রহণ না করার সুপারিশ করেন। পাশাপাশি নির্বাচন পূর্বে বর্তমান সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিসহ ২০ দফা প্রস্তাব করেন।

আর পড়তে পারেন