শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি উদ্যোগে বরুড়ায় মুজিববর্ষ উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০২০
news-image

 

সাকিব আল হেলালঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার(৮ মার্চ) ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’র সৌজন্যে কুমিল্লার বরুড়া ছোটতুলাগাঁও মহিলা কলেজের প্রাঙ্গনে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও “Planning for higher Education : A road to success” শিরোনামে সেমিনার আয়োজন করে।

ছোট তুলাগাঁও মহিলা কলেজসহ বরুড়ার ১৫ টি কলেজের প্রায় ছয়শত এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা শুরু হয় বেলা এগারোটায়। ফলাফলের বিবেচনায় প্রথম ৩৩জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান অর্জন করে ছোটতুলাগাঁও মহিলা কলেজের সালমা আক্তার।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল আউয়াল খান। তিনি বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মেধাবি খোজে না, মেধাবি তৈরি করার কাজে নেমেছি। একদিন এই ইউনিভার্সিটি বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি হবে। তিনি ছাত্র-ছাত্রীদেরকে উদ্দেশ্যে আরও বলেন, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ সমাজে খুবই অভাব।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, পড়ালেখা করতে হবে, এই ছাড়া আর কোন বিকল্প নেই। আমি কোথায় নিজকে দেখতে চাই? আমার লক্ষ ও উদ্দ্যেশ্য নির্ধারণ করতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি বাহ্যিক জ্ঞান আবশ্যক।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ভর্তি বিভাগের প্রধান ও ব্যবসা বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফুর রহমান, ঝলম হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, শাহের বানু আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিমসহ আরও অনেকে।

বক্তব্যের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্িঠত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালন করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’র উপ পরিচালক দীপ্তি সরকার এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কামরুজ্জামান রিমন। সভাপতিত্ব করেন ছোট তুলাগাঁও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা।

ঐ সময় আরো উপস্থিত ছিলেন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, দৈনিক বরুড়ার কন্ঠ সম্পাদক ইউছুফ আলী, মুক্তির লড়াই সম্পাদক কামরুজ্জামান জনি,বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ইদ্রিস তালুকদার, সেক্রেটারি তানভীর আহমেদ এবং ছাত্রকল্যাণ সমিতির বিশ্বিবিদ্যালয় সভাপতি মাজহার, ঢাকা মেডিকেল কলেজের শফিকুর রহমান, ফাতেমাতুজ জোহরা এলি, আমেনা আক্তার প্রিয়া সহ আরও অনেকে।

আর পড়তে পারেন