শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেছনের দরজা দিয়ে বের করে দিচ্ছি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০২০
news-image

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা-মেসির দুই দশকের সম্পর্কটা নোংরা এক ছাড়াছাড়ির দিকেই এগোচ্ছে। ব্যাপারটা সমর্থকদের কাছে যেমন আশ্চর্যের, নিরপেক্ষ ভক্তদের জন্যও কম নয়। ক্লাবের সাবেক খেলোয়াড়েরাও ভেবে কূল পাচ্ছেন না, অন্য অনেক খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের বর্তমান বোর্ড অনেক বাজে আচরণ তো করেছেই, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গেও কেন এমন করবে? কেন তারা মেসিকে যন্ত্রণার এমন শেষ সীমায় পৌঁছে দেবে যেখান থেকে মেসি আর ফেরতই আসতে চাইবেন না?

এই দলেই আছেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার রিস্টো স্টইচকভ। বুলগেরিয়ার কিংবদন্তি স্ট্রাইকার বোর্ডের হঠাকায়িতায় যেন এক রকম স্তব্ধ হয়ে গেছেন। বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত স্টইচকভ ভেবেই কূল পাচ্ছে না, বোর্ডের সাহস হয় কী করে এসব করার!

টিইউডিএনকে দেওয়া এক সাক্ষাতকারে স্টইচকভ বলেন, ‘আমরা এক কিংবদন্তিকে মুছে দিচ্ছি। বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেছনে লাথি মেরে তাঁকে বের করে দিচ্ছি আমরা। ওর নাম, ওর ক্যারিশমা, ওর কীর্তিতে কালিমা মেখে দিচ্ছি।’

মেসি ও বার্সার এমন বিচ্ছেদের মুখে আসার পেছনে দূর্নীতিপরায়ণ বোর্ডকেই দায়ী করেছেন স্টইচকভ, ‘আমিও বোর্ডের একজন সদস্য, তাই আমি আমাদের শব্দটা উচ্চারণ করছি। এই বোর্ড সবকিছু ধ্বংস করে দিচ্ছে। মনে হচ্ছে, ওরা যেন ইচ্ছে করে ক্লাবের প্রতিপক্ষ হিসেবে ভক্তদের দাঁড় করিয়ে দিচ্ছে।’

ক্লাবের সেরা খেলোয়াড়দের সঙ্গে বার্সা বোর্ডের এমন বিমাতাসুলভ আচরণ করার ইতিহাস আজকের নয়। খোদ স্টইচকভই ক্লাব থেকে বিদায় নিয়েছিলেন অপ্রীতিকর অবস্থায়। এখন মেসির সঙ্গে এমন কিছু হতে দেখে স্টইচকভের সব ক্ষোভ বোর্ডের ওপর, ‘আমি ক্লাবের হয়ে পরপর লিগ শিরোপা জিতেছি, ক্লাবের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কাপটাও জিতেছি, আমি আসলেই জানিনা সমর্থকদের ভালোবাসার ঋণ কীভাবে শোধ করব। এই বোর্ড নিজেদের চেহারা দেখায় না। পোষা সাংবাদিকদের দিয়ে আগুনে ঘি ঢালে। ক্লাব হিসেবে এমন পরিস্থিতি দেখা লজ্জাজনক।’

যুগ যুগ ধরে বার্সার বোর্ড এমন কেন করে, মাথায় ঢোকে না তাঁর, ‘আমি বুঝি না, আমরা যারা খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছি, তাঁদের কেন সব সময় এভাবে পেছনের দরজা দিয়ে বের করে দেওয়া হয়। ওরা মনে করে আমরা ওদের যন্ত্রণা দেব, ওদের সভাপতিত্ব কেড়ে নেব বা অমন কিছু করব। আমি আসলেই জানি না ওদের মাথায় কী চলে।’

আর পড়তে পারেন