বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতালী পররাষ্ট্র মন্ত্রনাল‌য়ের সাম‌নে বিএন‌পির বি‌ক্ষোভ ও বৈঠক অনু‌ষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০১৮
news-image

 

মিনহাজ হোসেন, ইতালি :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়ায় ইতালীর রো‌মে পররাষ্ট্র মন্ত্রনাল‌য়ের সাম‌নে ইতালী বিএন‌পি বি‌ক্ষোভ প্র‌তিবাদ সভা ক‌রে‌ছে।

ইতালী বিএন‌পি কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি শাহ মো: তাইফুর রহমান ছোটন ও সাধারন সম্পাদক খন্দকার না‌সির উদ্দি‌নের নেতৃ‌ত্বে প্র‌তিবাদকারীরা ব‌লেন, মিথ্যা মামলায় বেগম জিয়া‌কে প্রহসন মূলক রায় দি‌য়ে জাতীয়তাবাদী শ‌ক্তি‌কে প্র‌তিহত করা যা‌বে না।

বক্তারা ব‌লেন, অ‌বৈধ্য সরকারের অ‌বৈধ্য রায় বাংলার মানুষ যেমন মে‌নে নি‌বে না, তে‌মনি প্রবা‌সের অবস্থানরত দেশ‌প্রেমীরাও মে‌নে নি‌বে না।আগামী নির্বাচ‌নে বিএন‌পি‌কে স‌রি‌য়ে দেওয়ার এই পায়তারা নতুন কিছু নয়, পূ‌র্বেও তারা ক্ষমতায় এসে‌ছে ভোটার বিহীন নির্বাচ‌নের মধ্য দি‌য়ে। বক্তারা রা‌য়ের প্র‌তিবাদ ও তীব্র নিন্দা জানায়।এসময় এক‌টি প্র‌তি‌নি‌ধি দল ইতালীয়ান পররাষ্ট্র মন্ত্রানল‌য়ে এশিয়া ডাই‌রেক্টর জেনা‌রেল ওরা‌চ্চিও গোয়ানচা‌লের সা‌থে সং‌ক্ষিপ্ত বৈঠক ক‌রেন। ৩০ মি‌নি‌টি‌রে বৈঠ‌কের শে‌ষে তারা ব‌লেন, দে‌শে খুন-গুম, অগণত্রা‌ন্ত্রিক অবস্থান ও স্বৈরাচারী শাস‌নের কথা তু‌লে ধ‌রে এবং আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকা‌রের অ‌ধি‌নে সকল দ‌লের অংশগ্রহ‌নের মধ্য দি‌য়ে গ্রহণ‌যোগ্য নির্বাচন প্রত্যাশা ক‌রার সহ‌যো‌গিতা চাওয়া হ‌য়ে‌ছে।প্র‌তিবাদ সভায় রোম মহানগর বিএন‌পি, যুবদল, শ্র‌মিক দল, ম‌হিলা দল, স্বেচ্চা‌সেবক দল, জিয়া প‌রিষদ, তর‌পিনাত্তারা যুবদল সহ অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ অংশগ্রহন ক‌রে।

উল্লে‌খিত রা‌য়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমানসহ অন্য ৫ আসামীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদেরকে ২ কোটিরও বেশি অর্থদণ্ড দিয়েছে আদালত। প্রায় ১০ বছর আগে, ২০০৮ সালের জুলাই মাসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে থাকার সময় এই মামলাটি করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন।

আর পড়তে পারেন