বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শীর্ষ অবস্থানে মেসি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৫, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে বার্সালোনা। এই জয়ে একটি গোল করে জার্ড মুলারকে পেছনে ফেলেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

লিওনেল মেসি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবের হয়ে লিগে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছেন। গত সপ্তাহে লেভান্তের বিপক্ষে বার্সেলোনার হয়ে ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার দিনে মুলারের রেকর্ডে ভাগ বসান মেসি। আর সোসিয়েদাদের জালে ৩৬৬তম গোল করে জার্মানির সাবেক স্ট্রাইকারকে ছাড়িয়ে গেলেন ৩০ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়ক।

বুন্ডেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬৫টি গোল করেছিলেন মুলার। ১৯৬৪ থেকে ১৯৭৯ সালের মধ্যে রেকর্ডটি গড়তে ৪২৭টি ম্যাচ খেলেছিলেন তিনি।

আর পড়তে পারেন