মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউজিসির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান কুবি শিক্ষক সমিতির

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৭
news-image

মোঃ শাহাদাত বিপ্লব, কুবি ঃ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে বিষয়টি জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রেরিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ, পদোন্নতি, এর লক্ষ্যে প্রনীত অভিন্ন নীতিমালা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালার সাথে সাংঘর্ষিক। এ নীতিমালা শিক্ষক সমাজের কল্যান পরিপন্থী এবং উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের ক্ষেত্রে অন্তরায়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের গৃহীত সিদ্ধান্ত সমূহের প্রতিফলন এ নীতিমালায় ঘটেনি। সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত নীতিমালা প্রত্যাহারের জোর দাবিও জানায় শিক্ষক সমিতি।

আর পড়তে পারেন