শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউএস-বাংলাকে বাংলাদেশ বিমানের ধাক্কা, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১১, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িংয়ের।

৭৭৭ উড়োজাহাজের ধাক্কায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাস-৮ উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাক কামরুল ইসলাম সকালে যুগান্তরকে জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজ পার্কিং করা ছিল।

এসময় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭৭ উড়োজাহাজটি রানওয়েতে এলে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলার বিমানটিকে ধাক্কা দেয়।

বিমানটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়েও যায় বলে জানান তিনি।

তিনি বলেন, বেশকিছুক্ষণ পর যাত্রীবাহী ৭৭৭ উড়োজাহাজটি ফের শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ও এই দুঘর্টনার পর বিমানটির নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখে।

এরপর বিমানটি আবার আকাশে ওড়ে বলে জানান তিনি।

এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি ক্ষতিগ্রস্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতির পরিমান জানতে তদন্ত করছে শাহজালাল বিমান কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্ট এখনও তাদের হাতে আসেনি বলে জানান তিনি।

আর পড়তে পারেন