বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইংল্যান্ড বিশ্বকাপ উন্মাদনায় ভাসঁছে কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ

ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। ক্রিকেট উন্মাদনায় ভেসে চলেছে কুমিল্লায়। সবার মাঝে বিরাজ করছে এই ক্রীড়ার আগাম উল্লাস, আনন্দ, উচ্ছাস। যা নতুন কিছু নয়। বিশ্বকাপ ক্রিকেট লড়াইয়ে অংশ নিবে বাংলাদেশও। তাই লাল-সবুজ পতাকা তৈরি করার হিড়িক পড়েছে খেলা ভক্তদের মাঝে।

যা প্রতিযোগিতার মূল আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এখন ক্রিকেট দেশের মানুষের হৃদয়ের ভাষা। সে সুবাধে কুমিল্লার ক্রিকেট ভক্তরা  আকাশে পতপত করে উড়েবে লাল-সবুজ পতাকা।

কুমিল্লাতেও সেই উন্মাদনায় ভাসছেন ক্রিকেট প্রেমীরা। ইতিমধ্যে নগরীর সিডিপ্যাথ হসপিটাল ভবনের ১০তলা ছাদে পত পত করে উড়ছে ১৭১টি লাল সবুজ পতাকা। যা নগরবাসীর দৃষ্টি কেড়েছে।

পাশাপাশি কুমিল্লার ক্রিকেট প্রেমীদের থাকবে জাতীয় দলের ম্যাচ জয়ের প্রত্যাশা। যা যোগবে সাফল্যের খোরাক। তা ভেসে চলে ঠিকানা নিবে সুখের সমুদ্রে। উথাল পাতাল ঢেউয়ে নেচে উঠবে। সেটা পাইয়ে দিবে মনের খোরাক। অবশ্যই সেটা সাফল্য পাওয়ার মধ্যে দিয়ে। বিশ্বকাপের এই জোয়ারে সে প্রত্যাশা পূরণে অপেক্ষার প্রহর গুনছেন কুমিল্লার ক্রীড়াপ্রেমিরা।

তাকিয়ে রয়েছেন ক্রিকেটারদের পারফর্মের দিকে। কারণ সাফল্য ছিনিয়ে আনার ক্ষেত্রে তারাই যে মূল ভরসা। যা জানা আছে সবার।

এ প্রসঙ্গে আজকের কুমিল্লাকে ভিক্টোরিয়া কলেজের ছাত্র শিহাব উদ্দিন বলেন, এখন ফুটবলের মতো ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠছে সারা বিশ্বে। এ ক্ষেত্রে বাংলাদেশও ব্যতিক্রম নয়।

বর্তমানে সব জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে। শহর, গ্রাম-গঞ্জে এর প্রভাব পড়ছে ভালো করেই। সেটা সকল মানুষ জনের কাছে ফেভারিট ক্রীড়া হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে কয়েক বছর ধরে।

লন্ডনের দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের এবারের বিশ্বকাপ যাত্রা। প্রোটিয়াদের ম্যাচের ফলের উপর দ্বিতীয় ম্যাচের ফলও অনেকটা নির্ভর করবে। কেননা, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারাতে পারলে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবে টাইগাররা। কিংবা তিন নম্বর ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের আশা নিয়ে মাঠে নামতে পারবে মাশরাফি বাহিনী। অস্ট্রেলিয়ান কন্ডিশনে যদি ইংল্যান্ডকে রুখে দেয়া যায় তাহলে ইংল্যান্ডে কেনো নয় ; মানসিকতার বাংলাদেশকে পেতে প্রথম ও দ্বিতীয় ম্যাচের ফলাফল নির্ভর করবে অনেকাংশে।

ছন্দে থাকা বাংলাদেশের ছন্দপতন না হলে এবারের বিশ্বকাপে ভালো কিছু আশা করাই যায়। ১০ দলের বিশ্বকাপে এবার চেনা প্রতিপক্ষ আছে বাংলাদেশের। যাদের বিপক্ষে ভালো খেলার সুখস্মৃতি আছে টাইগারদের।

প্রতিটি দলের সঙ্গে একবার করে গ্রুপ পর্বে খেলা পরবে বাংলাদেশের। মোট নয়টি ম্যাচে ঘুরে ফিরে নিউজিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো চেনা প্রতিপক্ষের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় পর্ব কিংবা সেরা আটের বালাই না থাকায় শুরু থেকেই পয়েন্ট, রানরেটের অগ্রাধিকার থাকবে।

গ্রুপ পর্ব থেকে সরাসরি সেমিফাইনাল! দুইয়ে দুইয়ে চার মিললে বাংলাদেশ যে সেমিফাইনাল খেলবে তেমনটা প্রত্যাশা করাই যায়!

আর পড়তে পারেন