শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আস খোকা বাড়ি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০১৯
news-image

মোঃ তাজুল ইসলামঃ

কলেজ কবে ছুটি খোকা আসবি কবে বাড়ি,
কত কিছু জমা রাখছি ঘরের গোপন হাঁড়ি।
আমার বাবা আসবে যে দিন প্রকাশ হবে হাঁড়ি,
নিজের হাতে খাওয়াবো যে আদর করি করি।

ভাল চাউলের গুঁড়ি করে রাখছি ডিবা ভরি,
পিঠা উৎসব হবে সে দিন আসবি যে দিন বাড়ি।
লাল মোরগটি বড় হইছে মাংস হইছে বেশি,
আরো মোরগ জবাই করে রাখছি ফ্রিজে ভরি।
রাজ হাঁস আর পাতি হাঁসদের খাওয়াচ্ছি রোজ ঠেসি,
আমার মানিক আসার আগেই মাংস হবে বেশি।
বড় বড় মাছের টুকরা রাখছি ফ্রিজে ভরি,
আরো কত মাছ যে রাখছি দেখলে হইবি খুশি।

আম গাছেতে আম পেকেছে কাঁঠাল গাছে কাঁঠাল,
তোরে ছাড়া কেমনে খাইরে কান্দি সকাল বিকাল।
বাড়ির যত ফলপাকড় খায় যে পাড়ার লোকে,
আমার যাদু আসলি না তো সব শেষ হয়ে যায় যে।
কবে যে তোর কলেজ ছুটি আসবি কবে বাড়ি,
সব কিছু তো শেষ হয়ে যায় উপায় কী যে করি।
ভাল ভাল ফল গুলো মা রাখছি ফ্রিজে ভরি,
আসবি যে দিন খুলে দিবো খাইবি পরান ভরি।

তুই যে আমার অমূল্য ধন মায়ের সোনার খনি,
আদর দিবো সোহাগ দিবো, দিবো পরান খানি।
পথের পানে চেয়ে থাকি খোকা খোকা জপি,
মায়ের মন আর সহে না রে আস খোকা বাড়ি।

লেখকঃ

মোঃ তাজুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক
ময়ূরা উচ্চ বিদ্যালয়
নাঙ্গলকোট, কুমিল্লা।
মোবাইলঃ ০১৭১৪৩১৪৬৮০

আর পড়তে পারেন