শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আশ্রাফপুরে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টার মামলার আসামি গ্রেফতার হয়নি, শিক্ষার্থীর পড়ালেখা ও পিতার ব্যবসা বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২০, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগরীর উত্তর আশ্রাফপুর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার আসামি কুমিল্লা ইপিজেডের প্রভাবশালী ঠিকাদার ও ঝুট ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম আরিফ প্রকাশ্যে এলাকায় ঘুরাঘুরি করলেও পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। এদিকে ওই শিক্ষার্থী ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। অনবরত হুমকির ফলে ওই শিক্ষার্থীর পিতা ইপিজেডের সামনের ভ্রাম্যমান দোকানটি চালু করতে পারছে না। আসামি আরিফের পরিবার সম্প্রতি রাতদিন ওই শিক্ষার্থীর বাপ-মাকে চাপ দিচ্ছে মামলা তুলে সমঝোতা করার জন্য । এমনই অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর পরিবার।

ধর্ষণের মামলার আসামি মোঃ আরিফুল ইসলাম আরিফ নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুরপাড় এলাকার আমিনুল ইসলামের ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, স্থানীয় সানমুন একাডেমি স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। কুমিল্লা ইপিজেডের প্রভাবশালী ঠিকাদার ও ঝুট ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম আরিফ ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় উত্যক্ত করত ও কু-প্রস্তাব দিত। পরে এ বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর মা তার মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
এদিকে চলতি বছরের ৩১ জুলাই সোমবার সন্ধ্যা ৭ টায় বাবা-মা বাসায় না থাকার সুযোগ নিয়ে আরিফুল ইসলাম আরিফ বাড়িতে ঢুকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে চাইলে ব্যথা পেয়ে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এসে পড়লে পিস্তল বের করে ভয় দেখিয়ে আরিফ চলে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাদেরকে আদালতে মামলা করার পরামর্শ দেন। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার বাদি হয়ে কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালতে একটি ধর্ষণের চেষ্টার মামলা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আসামির বিরুদ্ধে কয়েকটা মামলা রয়েছে। আরিফুল ইসলাম আরিফ কুমিল্লার চর্থায় বিজিবি হত্যা মামলা, ইপিজেডের চাইনিজ কর্মকর্তা অপহরণ ও অস্ত্র মামলার আসামি।
কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, আরিফকে পিস্তলসহ কান্দিরপাড় এলাকা থেকে আমি একবার গ্রেফতার করেছিলাম।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বিষয়টি তদন্ত করছেন। আমাদের অভিযান অব্যাহত আছে।

আর পড়তে পারেন