বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিব

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্ক :

আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। দেশে বসেই আজ শুনলেন ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা। টুইটারে নিজের অভিমত ব্যক্ত করেছেন তিনি

মাঠে সাকিবের ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। আঙুলের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। পুনর্বাসনপ্রক্রিয়া চলছে। নিউজিল্যান্ডে সতীর্থরা কেমন করছেন, সেই খোঁজ রাখছেন। সতীর্থদের যে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করার কথা, আজ সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। একটুর জন্য বেঁচে গেছেন তামিম-মুশফিকেরা। সুস্থ থাকলে হয়তো আজকে সাকিবও তাঁদের সঙ্গেই থাকতেন। মৃত্যুকে দেখতেন কাছ থেকে। সাকিব কী ভাবছেন এই হামলা নিয়ে?

নিজের অনুভূতি জানানোর মাধ্যম হিসেবে টুইটারকে বেছে নিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। সতীর্থদের বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন সৃষ্টিকর্তাকে, ‘ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা নিয়ে আমার কিছু বলার নেই। শুধু এটাই বলতে পারি, মহান আল্লাহপাকের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমার ভাই ও সতীর্থদের বাঁচিয়ে দিয়েছেন আজকে। আলহামদুলিল্লাহ।’

সাকিবের টুইটসাকিবের টুইটক্রাইস্টচার্চের হামলা নিয়ে সরব হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। টুইট করে হামলাকারীর প্রতি ঘৃণা ও হতাহতের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন শহীদ আফ্রিদি, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, রবিচন্দ্রন অশ্বিন, শোয়েব আখতার, ইমরান খান, হর্শা ভোগলে, জিমি নিশাম, মিচেল ম্যাকক্লেনাঘানসহ আরও অনেকে।

আর পড়তে পারেন