শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আলেখারচরে মাদক ব্যবসায়ীর হামলায় দোকানদার ও তার বাবা গুরুতর আহত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৭
news-image

মারুফ আহমেদ ঃ
কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় যুদ্ধ জয় ভাস্কর্যের পাশে ব্যবসায়ী ফারুক হোসেন (১৮) আলাউদ্দিন টুটুল নামের এক মাদক ব্যবসায়ীর উপর্যূপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। এসময় সন্তানকে বাচাঁতে এসে পিতা নুরুল হক ও ছুরিকাহত হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে উত্তম-মধ্যম দেয়। পুলিশ তাকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,জেলার সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আলেখারচর বিশ্বরোড এলাকায় যুদ্ধ জয় ভাস্কর্যের পাশে বেশ কিছুদিন ধরে আলাউদ্দিন টুটুল (৩০) নামের এক মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী আলেখারচর মধ্যপাড়া গ্রামের নুরুল হকের পুত্র ফারুক হোসেনের পরিচালনাধীন ভাই ভাই ভ্যারাইটি ষ্টোর নামের একটি দোকানে আশেপাশে এসে আড্ডা করতো। পাশাপাশি বিভিন্নস্থান থেকে আসা মাদকসেবীর কাছে ইয়াবা বিক্রি করে আসছিল। ৮ মঙ্গলবার আগষ্ট রাত আনুমানিক ৮ টায় দোকানে কেনাকাটা নিয়ে ফারুকের সাথে টুটুলের তর্কবিতর্ক হয়। এসময় টুটুল ফারুককে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে। পাশে থাকা তার বাবা নুরুল হক ছেলের সাহায্যে এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তখন তাদের চিৎকারে পাশ্ববর্তী দোকানীরা এসে টুটুলকে আটকে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে টুটুল দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন দোকানীরা তাকে ধাওয়া করে আটকে বেদম প্রহার করে। পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পুলিশ টুটুলের পকেটে থাকা ৮২ পিছ ইয়াবা এসময় উদ্ধার করে। এদিকে গুরুতর আহত ফারুককে প্রথমে ময়নামতি সেনানিবাস এলাকায় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে আটক টুটুলের বিরুদ্ধে মাদক ও ছুরিকাঘাতের ঘটনায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আলাউদ্দিন টুটুল কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের ফুল মিয়ার পুত্র।

আর পড়তে পারেন