মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আলিবাবাকে দুইশ কোটি ডলারেরও বেশি জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বাজারে নিজেদের অবস্থান নিয়ে কারসাজির দায়ে আলিবাবাকে দুইশ কোটি ডলারেরও বেশি জরিমানা করেছে চীন।

শনিবার (১০ এপ্রিল) এই বিপুল আর্থিক জরিমানা করার পর তা মেনেও নিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আলিবাবার বিরুদ্ধে বাজারে নিজেদের অবস্থান নিয়ে কারসাজির অভিযোগ আনা হয়েছে। একইসাথে ভোক্তাদের তথ্য-উপাত্তের অপব্যবহারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ব্যাপারে প্রচলিত নিয়মকানুনের সঙ্গে নিজেদের মানিয়ে নেবে বলে জানিয়েছে আলিবাবা। তারা এ–সংক্রান্ত একটি নীতিমালাও প্রকাশ করবে।

চীনে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আলিবাবায় অভিযান পরিচালনা করা হয়।

বর্তমানে চীনে অনলাইন কেনাবেচায় শীর্ষে আছে আলিবাবা। প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি।

আর পড়তে পারেন