বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আর সভাপতি পদে থাকছেন না বিসিবি বস

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

এই বছরের শুরুর দিকে গুঞ্জন উঠেছিলো বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন। একটু দেরীতে হলেও সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন তিনি। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আর সভাপতি নয়, বোর্ড পরিচালক হিসেবে ক্রিকেটের সঙ্গে থাকতে আগ্রহী তিনি! ক্রিকেট বিষয়ে কোনো জ্ঞান না থাকলেও তিনি সর্বদা দলের মধ্যে হস্তক্ষেপ করেন। যেমন গত জানুয়ারী বাংলাদেশ দল অবস্থান করছিলো নিউজিল্যান্ডে। অথচ পাপন বাসায় সংবাদ সম্মেলনে ঠিক করছেন কোন খেলোয়াড় কোন পজিশনে খেলবেন। মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার পেছনেও তার অতিমাত্রায় বাড়াবাড়ি আছে বলেও অভিযোগ রয়েছে। নাসিরের দলে না ফেরা নিয়ে পাপনের হস্তক্ষেপের ব্যাপারটি তিনি ইশারা ইঙ্গিতে কয়েকবার বুঝিয়েছিলেন। রবিবার এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছেন, ‘একদম মনের কথা বলছি। ক্রিকেট বা খেলাধুলা এমন একটা জায়গা যেখান থেকে দূরে থাকা ভীষণ কঠিন আমার জন্য। আজকেই আমার স্ত্রীকে বলছিলাম, যদি ক্রিকেট বোর্ডে থাকতে হয় তাহলে ডিরেক্টর হয়ে থাকাই ভালো। প্রেসিডেন্ট হয়ে থাকা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। বিসিবি, আইসিসি, এসিসি, চাকরি, রাজনীতি সব মিলিয়ে আমার ওপরে অনেক বেশি চাপ।’

আর পড়তে পারেন