বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার সবচেয়ে বড় অহংকার- আমি নিরহংকারী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৩, ২০২০
news-image

 

মোঃ গোলাম সারওয়ার:

আজ যে অহংকারে আপনার পা মাটিতে পড়ছে না, কাল সে পা দুটোই হয়তো আপনার নাও থাকতে পারে। যেখানে বিধাতার দেয়া অক্সিজেন ছাড়া এক সেকেন্ড ও কেউ বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারেনা, সেখানে মানুষের অহংকার করার কিছুই থাকেনা।

বক্সিং এ চ্যাম্পিয়ন হওয়া সবচেয়ে শক্তিশালী লোকটিকেও একদিন অসহায়ের মত বিছানায় শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে হয়। যেদিন আপনি নিজে নিজে জন্মাতে পারবেন, সেদিন না হয় অহংকার করবেন।

জীবিত অবস্থায় সাপ পিঁপড়াকে খেয়ে ফেলে, অথচ মৃত্যুর পর সাপ নিজেই পিঁপড়ার খাবার হয়ে যায়। শুধু অহংকারের কারণে কত সেরাদের সেরা সব হারিয়ে পথে বসেছে, আর আত্মবিশ্বাসের কারণে পিছিয়ে পড়া কত মানুষ উঁচু তলায় ঠাঁই পেয়েছে তা স্রষ্টায় ভালো জানেন।

যে যোগ্যতা নিয়ে আজ আপনি এত অহংকার করছেন কিছুদিন আগে সে যোগ্যতা অন্যকারো ছিল, ভবিষ্যতে একই যোগ্যতা অন্যকারো হয়ে যাবে । মাঝখানে আপনি একটা সুযোগ পেয়েছেন মাত্র, যা স্রষ্টা আপনাকে দিয়েছে।

তবু দিনশেষে আমিও একজন অহংকারী। আমার সবচেয়ে বড় অহংকার- আমি নিরহংকারী। ‘আমার কোনো অহংকার নেই’ – এটাই আমার সবচেয়ে বড় অহংকার।

লেখক:

মোঃ গোলাম সারওয়ার।

আর পড়তে পারেন