শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার দেশ- মোঃ জাহাঙ্গীর আলম

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০১৮
news-image

সবুজ শ্যামল বন-বনানী
আমার মায়ের দেশ,
পাখি ডাকে মন আনন্দে
রূপের নেইতো শেষ।

শান্ত গাঁয়ের দীঘির জলে
শাপলা ফুল ফোটে,
পাড়ার সকল ছেলে মেয়ে
ফুল তুলিতে ছোটে।

মাঠে ঘাঠে সোনার ফসল
কাড়ে সবার দৃষ্টি,
বর্ষাকালে ছন্দতালে
টাপুরটুপুর বৃষ্টি।

মাঝি মাল্লা নদীর জলে
নৌকা সুরে বায়,
নতুন বউকে সাথে নিয়ে
মনের সুখে যায়।

রাখাল ছেলে গাছের তলে
বাজায় সুরে বাঁশি,
সকল দেশের চেয়ে আমার
দেশকে ভালোবাসি।

আর পড়তে পারেন