শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার অপরাধ কি ? -আব্দুর রাজ্জাক সুমন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৮, ২০১৮
news-image

মোঃ কামাল হোসেন জনিঃ
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন জানান, আমি নাঙ্গলকোটে ছাত্রলীগ রাজনীতি দীর্ঘদিন যাবত করে আসছি । বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার প্রিয় নেতা আমি যাকে স্মরণ করে চলি আমার প্রিয় নেতা পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এফ সি. লোটাস কামাল এর আর্দশের রাজনীতি করে আসছি। নাঙ্গলকোটের ছাত্রলীগকে প্রিয় নেতার নেতৃত্বে সঠিক দিকনির্দেশনা দিয়ে সু সংগঠিত করেছি। এই ছাড়া নাঙ্গলকোটের আওয়ামী পরিবারের সকল নেতা ও পরিবারের বড়দের সম্মান করা, ছোট ভাইদেরকে স্নেহ করা নৌকা প্রতিকের সঠিক রাজনীতি করা এইটা কি আমার অপরাধ। আমিতো ছাত্র রাজনীতিতে কোন অপরাজনীতি করিনি,আমি আমার নেতা লোটাস কামালের এবং নৌকার রাজনীতি করি। আমিতো কখনো মারামারি,হানা-হানির রাজনীতি করিনা, সেই টাকি আমার অপরাধ।

তাহলে গত ৪ই মার্চ আমার কী অপরাধ ছিল? আমি ঐ দিন বেলা ১১ টায় উপজেলা হল রুমে নব নির্বাচিত মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে দেড়টার সময় নাঙ্গলকোট পৌর সদর বাজারে আকবরের হোটেলে দুপুরের খাবারের জন্য আদ্রা দঃ ইউপির ছাত্রলীগের সভাপতি এবায়েদ সহ যাই। খাবারের সময় আমার পিছন থেকে কতিপয় নামধারি ছাত্রলীগ করে ও সন্ত্রাসিরা অর্তকিতভাবে আক্রমন করে আমাকে হত্যার উদ্দেশ্যে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে যায়। আমিতো কোন প্রকার প্রতিহিংসার ছাত্র রাজনীতি করিনা। তাহলে কেন আমার পিছন থেকে এরা আমার উপর হামলা চালালো। আমার উপর হামলা চালানোর তিন ঘন্টা পর আমাকে বহিস্কার করা হয়,আমি যে মুহুর্তে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছি এবং আমার জীবন নিয়ে টানাটানি ঠিক ঐ মুহুর্তে আমাকে বহিস্কারের চিঠি সাথে সাথে ফেইসবুকে আপলোড দেওয়া হয়। কিন্তু আমি কি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করি শুধু, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের ও উন্নয়নের রুপকার ডিজিটাল বাংলাদেশ গড়ার মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গ কন্যা শেখ হাসিনা এবং আমার প্রিয় নেতা লোটাস কামালের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে নাঙ্গলকোট উপজেলাকে একটি মডেল উপজেলা করার লক্ষ্যে লোটাস কামালের হাতকে শক্তিশালি করার জন্য এবং উনার আদর্শের রাজনীতি করাটা কী অপরাধ। যদি তা না হয় তাহলে এই দেশের মানুষের কাছে আমার একটি প্রশ্ন আর সেইটা হচ্ছে আমার কী অপরাধ?

আর পড়তে পারেন