শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও চাল চুরির অভিযোগে ইউপি সদস্যকে বহিষ্কার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারি অর্থায়নে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ও ইজিপিপি কর্মসূচির অর্থ আত্মসাৎ করায় এক ইউনিয়ন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সয়ার ইউপি চেয়ারম্যান এস এম মহিউদ্দিন আজম কিরণ বিষয়টি নিশ্চিত করে বলেন , সয়ার ইউনিয়েনের ৬ নং ওয়ার্ডের সদস্য মমিনুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, মমিনুরের বিরুদ্ধে চাল ও অর্থ আত্মসাতের বাইরে আরো অনেক অভিযোগ আছে। গত ২ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভাসহ পূর্বের মোট ২৪টি সভায় অংশ না নেয়া এবং কর্মক্ষেত্রে দীর্ঘ অনুপস্থিতির ব্যাপারে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রাথমিকভাবে অনুপস্থিতির কারণ হিসেবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ইজিপিপি কর্মসূচির অর্থ আত্মসাতের বিষয়টি আলোচনায় আসে। পরে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন জেলা প্রশাসক।

পর্যালোচনা সাপেক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউপি সদস্য মমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে বরখাস্ত ইউপি সদস্য মমিনুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে নিয়ে সয়ার ইউনিয়ন পরিষদে নানা ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। বরখাস্তের কোনো কাগজপত্র এখনও হাতে পাইনি।

আর পড়তে পারেন